করোনা ভাইরাস প্রতিরোধক ২৪ হাজার ডোজ টিকা মাগুরা সিভিল সার্জন ডা. রেজোয়ান আহমেদ গ্রহণ করেছেন। আজ শুক্রবার বিকালে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রত কার্ভাড ভ্যানে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা পৌঁছায়।
পরবর্তীতে সেটি যাচাইপূর্বক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এসময় এন ডিসি মোঃ আল ইমরান ও বেক্সিমকো ফার্মার বিতরণ বিভাগের ডেপুটি ম্যানেজার কামরুল হাসান উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন ডা. রেজোয়ান আহমেদ জানান, তিনি ২৪ হাজার ডোজ ভ্যাকসিন বুঝে পেয়েছেন। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল