বরগুনা জেলার জন্য সরকারের স্বাস্থ্য অধিদফতর থেকে বরাদ্দ কোভিড-১৯ ভ্যাকসিন শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এদিন ভ্যাকসিন বুঝে নেয় কোভিড ভ্যাকসিন জেলা কমিটি। এ সময় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পাদন জেলা কমিটির উপদেষ্টা সংসদ সদস্য আ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সভাপতি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, সদস্য সচিব সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রাত ৯টায় সিভিল সার্জন ডা. মারিয়া হাসান সাংবাদিকদের বলেন, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লি. নিজস্ব পরিবহনের মাধ্যমে ১২ শ' ভায়াল (১২ হাজার ডোজ) ভ্যাকসিন পৌঁছে দিয়েছে। ৩১ জানুয়ারির মধ্য তালিকা প্রস্তুত করে ৭ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ের সাথেই আমরা ভ্যাকসিন প্রয়োগ শুরু করব। ৯৬ প্রতিষ্ঠানের নিকট তালিকা চাওয়া হলেও বৃহস্পতিবার পর্যন্ত ৩৩টি প্রতিষ্ঠান থেকে তালিকা পাওয়া গেছে বলে তিনি জানান।
এ সময় সংসদ সদস্য আ্যাডভেকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, কোভিড ১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনিসহ সম্মুখসারির যোদ্ধারা সফলতা রেখেছেন। অনেকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ভ্যাকসিন নিয়ে সমালোচনা করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে আজ বাংলাদেশের জনগণ দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন পেয়েছে। তিনি সকলকে মাস্ক ব্যাবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ