করোনা মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গণহারে টিকা কার্যক্রম চলছে। তবে, ভিন্ন চিত্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। শনিবার টিকাবিরোধী একটি দল টিকাদান কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ। এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টিকাদান কেন্দ্র। খবর ললস অ্যাঞ্জেলেস টাইম'র।
এদিকে চলতি সপ্তাহেই পাকিস্তানে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। চীনের সিনোফার্মের টিকা দিয়ে শুরু হতে যাওয়া এই কর্মসূচির শুরুতেই স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দেয়া হবে। টিকাদান সফল করতে শনিবার করাচিতে প্রস্তুতিমূলক পরীক্ষা চালানো হয়।
ইরানের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, তাদের উৎপাদিত করোনার টিকা নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধেও কার্যকর। কোভিরান বারেকাত নামের ওই টিকা স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলেও জানান তারা।
এদিকে প্রথমবারের মতো মহামারি প্রতিরোধে টিকার অনুমোদন দিয়েছে ভিয়েতনাম। অভ্যন্তরীণ টিকাদান কর্মসূচি শুরু করার জন্য দেশটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেন।
বিডি প্রতিদিন/হিমেল