ভারতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা রবিবারের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৫৭ হাজার ৬১০ জন।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৯২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই কম।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে রোগমুক্ত হয়েছেন ১১ হাজার ৮৫৮ জন। যা দৈনিক আক্রান্তের থেকে খানিকটা হলেও বেশি। আগের দিনের তুলনায় অবশ্য সুস্থতার সংখ্যাটা অনেকটাই কম।
আপাতত মোট অ্যাকটিভ রোগী ১ লাখ ৬৮ হাজার ২৩৫ জন। এখন পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৩৪ হাজার ৯৮৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ। মোট করোনা পরীক্ষার সংখ্যা প্রায় ২০ কোটি।
সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/এমআই