কুকুর ও বিড়ালের করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। জ্বর, শ্বাস-প্রশ্বাসে সমস্যার মতো উপসর্গ দেখা দিলে তাদের করোনা পরীক্ষা করা হবে। সিউল মেট্রোপলিটন সরকার এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
কয়েক সপ্তাহ আগে একটি বিড়ালছানার করোনা ধরা পড়েছিল। এরপরই এমন উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া।
ব্যাধি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে পার্ক ইয়ো-মি বলেছেন, করোনা পজিটিভ হলে পোষা প্রাণীর বাসায় কোয়ারেন্টাইনও করতে হবে। তবে আইসোলশনে পাঠানো হবে না। কারণ পোষা প্রাণী থেকে মানবদেহে করোনা ছড়ানোর প্রমাণ এখনো মিলেনি।
তবে পোষা প্রাণীর মালিক করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকলে, কিংবা খুবই অসুস্থ কিংবা বৃদ্ধ হলে শহর কর্তৃপক্ষ পোষা প্রাণীটিকে কোয়ারেন্টাইনে রাখবে।
বিডি প্রতিদিন/ফারজানা