টিকাকরণ অভিযানের মাঝে এবার দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নতুন করোনা স্ট্রেনের খোঁজ মিলেছে ভারতে। দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চারজনের শরীরে দক্ষিণ আফ্রিকান প্রজাতির ভাইরাস পাওয়া গেছে। আর একজনের শরীরে মিলেছে ব্রাজিলীয় প্রজাতির নমুনা।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) ডিদি বলরাম ভার্গব জানান, অ্যাঙ্গোলা থেকে একজন, তানজানিয়ার একজন ও দুইজন দক্ষিণ আফ্রিকানের শরীর দক্ষিণ আফ্রিকার করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে। তাদের শরীরে জানুয়ারি মাসে এই ভাইরাস পাওয়া যায়।
অন্যদিকে, ব্রাজিলে যে করোনার স্ট্রেন আছে, সেটি ব্রাজিল থেকে ফেরা এক নাগরিকের শরীরে পাওয়া গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। আক্রান্ত ও তার যাবতীয় কন্ট্যাক্টদের কোয়ারেন্টাইন করা হয়েছে। ব্রাজিলের ভাইরাস স্ট্রেনটাকে ইতিমধ্যেই কালচার করা হয়েছে। সেটির ওপর করোনা ভ্যাকসিন কার্যকর কি না, পরীক্ষা করে দেখা হচ্ছে।
আইসিএমআরের তরফ থেকে বলা হয়েছে, সারা বিশ্বে দক্ষিণ আফ্রিকার স্ট্রেনটি ৪৪টি দেশে ও ব্রাজিলের স্ট্রেনটি ১৫টি দেশে ছড়িয়েছে।
করোনার নতুন স্ট্রেনের জন্য ব্রিটেন ফ্লাইট বন্ধ করেছিল, সেরকম ভারতে কিছু করা হবে কি না, সে বিষয়ে সদুত্তর মেলেনি। তবে সেই সব দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে করোনা পরীক্ষার যে কড়াকড়ি হবে, সেই ইঙ্গিত মিলেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে।
এদিকে ভারতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারেরও নিচে নেমেছে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের করোনার স্ট্রেন ধরা পড়ায় নতুন করে উদ্বেগ বাড়ল দেশটিতে।
সূত্র : জিনিউজ ও হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/এমআই