১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:০৩

জরুরি ব্যবহারে অক্সফোর্ডের টিকার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

অনলাইন ডেস্ক

জরুরি ব্যবহারে অক্সফোর্ডের টিকার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এবার জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষজ্ঞদের একটি প্যানেল এই টিকা ব্যবহারের বিষয়ে সুপারিশ করার কয়েক দিন পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা এলো। খবর আল জাজিরা'র।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এসকেবায়ো এবং ভারতের সিরাম ইন্সটিটিউটের উৎপাদিত অক্সফোর্ডের টিকার অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম ঘেব্রেয়েসুস এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রুত ভ্যাকসিন বিতরণের জন্য আমাদের সব বন্দোবস্ত হয়ে গেছে। তবে এখনও আমাদের উৎপাদন বাড়াতে হবে। তিনি আরও বলেন, ধনী দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থাগুলোর পাশাপাশি তাদের কাছেও কোভিড-১৯ টিকার নথিপত্র জমা দিতে টিকা প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর