এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের অর্ল্যান্ডো প্রদেশে। ওই দুই নারীর বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা
এমন ছদ্মবেশ নেন যাতে তাদের দেখে বয়স্ক বলে মনে হয়। হাতে গ্লাভস, মাথায় টুপি এবং চোখে চশমা দেওয়ায় চিকিৎসকরা প্রথমে ধরতেই পারেননি। রেজিস্ট্রেশনেও নাম মিলে যায়। কিন্তু গোল বাঁধে বয়সের প্রমাণপত্র নিয়ে।
বিডি-প্রতিদিন/শফিক