চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬১৯ জনে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১৫ হাজার ৮৯৫ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ১১ হাজার ৬১৫ জন টিকা নিয়েছেন।
আজ বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৬ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৮ জন এবং উপজেলার ৮ জন বাসিন্দা রয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর