২০ এপ্রিল, ২০২১ ১৭:২২

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী, যা বললেন মোদি

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী, যা বললেন মোদি

নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী । ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক কংগ্রেস নেতা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর সাংসদ রাহুল গান্ধীর করোনা রিপোর্টও পজিটিভ এলো। মঙ্গলবার দুপুরে টুইটারে নিজেই সে কথা জানান কংগ্রেসের সাবেক সভাপতি। এদিকে রাহুলের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাহুল টুইটে লেখেন, ‘মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।’ 

কিছুক্ষণ পরে রাহুলের আরোগ্য কামনা করেন মোদি। তিনি টুইট পোস্টে বলেন, ‘লোকসভার সাংসদ রাহুল গান্ধীজির সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য কামনা করছি।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর