বিশ্বের শীর্ষ ব্যস্ত দশটি বন্দর ২০২০ সালে প্রায় ২৮ শতাংশ যাত্রী ও মালপত্র পরিবহনে ব্যবহত হয়েছে। তবে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) মতে, করোনা মহামারিতেও সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর চীনের গুয়ানঝু যা বিশ্বব্যাপী যাতায়াতকৃত সব যাত্রীর ৪৫ দশমিক ৭ শতাংশ। করোনা মহামারিতেও শীর্ষ দশ বিমানবন্দরের সাতটিই চীনে এবং বাকি তিনটি যুক্তরাষ্ট্রের।
২০২০ সালেও চার কোটির বেশি যাত্রী যাতায়াত করেছে চীনের গুয়ানঝু বাই ইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। এ তালিকায় ২০২০ সালে ৪ কোটি ২৯ লাখ যাত্রী বহন করে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর। তালিকার তৃতীয় অবস্থানে ছিল চীনের চেংদু শুয়াংলুই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২০ সালে এখানে যাত্রী চলাচল করেছে চার কোটি।
এসিআই বলছে, কভিড-১৯ মহামারী খুব বেশি প্রভাব ফেলতে পারেনি কার্গো সেবায়। ২০২০ সালে বিশ্বব্যাপী প্রায় ১১ কোটি টন মালপত্র বহন করেছে কার্গো উড়োজাহাজ।
পণ্য পরিবহনে সবচেয়ে বেশি ব্যস্ত বিমানবন্দর ছিল মেমফিস আন্তর্জাতিক বিমানবন্দর। তারা ৪৩ লাখ টন পণ্য পরিবহনের সঙ্গে জড়িত ছিল। দুই ও তিন নম্বরে ছিল যথাক্রমে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর ও সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) ঘোষণানুযায়ী, উড়োজাহাজ পরিষেবায় ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ৬৫ দশমিক ৯ শতাংশ যাত্রী কমেছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির