১২ মে, ২০২১ ২০:৫০

যারা প্রথমে সিনোফার্মের টিকা পাবেন

অনলাইন ডেস্ক

যারা প্রথমে সিনোফার্মের টিকা পাবেন

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ৫ লাখ করোনার টিকা মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেওয়া হবে। এ সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে দেব না। ভাগে ভাগে দেব। তাহলে কিন্তু আমরা তিন-চারদিন অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারবো।

আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদফতরের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি। নাজমুল ইসলাম আরও বলেন, পাশাপাশি চীন থেকে বাণিজ্যিকভাবে যে টিকা সরবরাহ করার কথা রয়েছে, সেটি নিয়েও আলাপ-আলোচনা চলছে। আমরা মনে করি, বন্ধুপ্রতীম চীনের কাছ থেকে দ্রুত সাড়া পাবো। আশা করি, সেটি হলে খুব দ্রুতই আমরা প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম যেটি বন্ধ হয়েছে, তা চালু করতে পারবো। 

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর