শিরোনাম
২৬ জুন, ২০২১ ১৫:০১

দিনাজপুরে করোনায় আক্রান্ত ৫২, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে করোনায় আক্রান্ত ৫২, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

বিধিনিষেধ না মানার কারণে দিনাজপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। শহরের মহল্লা থেকে শুরু করে বড় হাটে নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। শনিবার কাহারোলে গাদাগাদি করে গরু ক্রয়-বিক্রয় করা হয়েছে। এসময়ও অনেকের মুখে মাস্কও ছিল না। এভাবে গরুর হাটের কার্যক্রম চললেও স্থানীয় প্রশাসন ও হাট কমিটি কর্তৃপক্ষ উদাসীন ছিল। স্বাস্থ্য বিধি মানার অনুরোধ করে শুধু মাইকিং করা হয়েছে।

দিনাজপুর শহরে চলাচল সীমিত করতে বিভিন্ন সড়কে বাঁশ বেঁধে দিয়ে গতিরোধ করা হয়েছে। তবে স্বাভাবিকভাবে চলছে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ১৩৬টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮.২৩ শতাংশ। তবে একই সময়ে আক্রান্ত ৩৩ জন রোগী সুস্থ হয়েছে।

দিনাজপুরে বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১৬৬১ জন। হাসপাতালে ১১২ জন রোগী ভর্তি আছেন। দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার পর্যন্ত দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত হন মোট ৭ হাজার ৯৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৩৬ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে ১৬০ জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৭৫১ জন।


বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর