নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫২৯ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৭৫ শতাংশ।
জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ১৬১ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৪৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭ জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫১ জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৪ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২০জন। মৃত্যুর হার ১ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় মারা যায়
বৃহস্পতিবার ( ৮ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।
ডা. মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৪০জন,সোনাইমুড়ীতে ১৫জন, চাটখিল ১৪জন, সেনবাগ ১৩ জন, কোম্পানীগঞ্জ ২১ জন, কবিরহাটে ১৪জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৬৯ শতাংশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার