৩০ জুলাই, ২০২১ ১৫:৫৯

করোনায় ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

আব্দুল হালিম

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল হালিমের ব্যক্তিগত সহকারি কামরুল হাসান জানান, গত ৩ জুলাই আব্দুল হালিম জ্বরে আক্রান্ত হন। ওই দিনই তিনি, তার স্ত্রী এবং তার বাসার দুই গৃহকর্মীর করোনা পরীক্ষার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষায় তারা চারজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। বাসায় অবস্থান করেই তারা চিকিৎসা নিচ্ছিলেন। পরে আব্দুল হালিমের অবস্থার অবনতি হওয়ার পর গত ১১ জুলাই তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হৃদযন্ত্রসহ শারিরীক নানা জটিলতা দেখা দেয়। শুক্রবার সকাল সোয়া ১০টায় তার মৃত্যু হয়। তবে তার স্ত্রী এবং দুই গৃহকর্মী করোনামুক্ত হয়েছেন। 

মৃত্যুকালে আব্দুল হালিম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। বিকালে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম এবং সন্ধ্যায় তার গ্রামের বাড়ি গোবিন্দাসী ইউনিয়নের শাবলকুড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। 

আব্দুল হালিম টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি ভূঞাপুর ইব্রাহিম খাঁ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম ২০১৪ সালে এবং ২০১৯ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর