৩১ জুলাই, ২০২১ ১০:২৮

খুলনায় পাঁচ হাসপাতালে করোনায় মৃত্যু ৫ জনের নিচে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পাঁচ হাসপাতালে করোনায় মৃত্যু ৫ জনের নিচে

খুলনা জেলায় করোনায় মৃত্যু সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৯টা) খুলনার পাঁচটি হাসপাতালে করোনায় চিকিৎসাধীন রোগীর মধ্যে মাত্র চার জন মারা গেছেন। এতে স্বস্তি ফিরেছে স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে। করোনায় মৃতদের সবার বাড়ি খুলনা মহানগর ও জেলার মধ্যে। চার জন করোনা রোগীই মারা গেছেন খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে। 

গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কোন রোগী মারা যায়নি। এর আগে ৩০ জুলাই খুলনার হাসপাতালে ৮ জন, ২৯ জুলাই করোনায় ১৫ জন, ২৮ জুলাই ৯ জন, ২৭ জুলাই ৯ জন মারা যায়। 

জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনার নিরালা সদর এলাকার শারমীন আক্তার (৩৫), খুলনার ফুলতলার সাথি বেগম (৩২), রূপসার পলি (৩৫), খুলনা সদর এলাকার রাজু (৫২)। খুলনার ডেডিকেটেড হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৪৬ জন। 

এদিকে, খুলনা মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৩৮১ জনের নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মহানগর ও জেলার ৩৪৫ জনের মধ্যে ১০০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাট ৩, গোপালগঞ্জ ১ ও কুষ্টিয়ায় ১ জন করোনা শনাক্ত হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর