৩১ জুলাই, ২০২১ ১৬:১০

সিলেটে দীর্ঘ হচ্ছে লাশের সারি, একদিনে মারা গেলেন যতজন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সিলেটে দীর্ঘ হচ্ছে লাশের সারি, একদিনে মারা গেলেন যতজন

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় সিলেটেও চলছে কঠোর লকডাউন। স্বাভাবিকের তুলনায় মানুষজন কমই বের হচ্ছেন ঘর থেকে। তবু সিলেটে থামছে না লাশের মিছিল। প্রতিদিনই পাওয়া যাচ্ছে করোনায় প্রাণহানির খবর।

শনিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেলেন আরও ৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২ ও মৌলভীবাজার জেলায় ১ জন। এছাড়াও এই ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন মারা গেছেন করোনায়।

একই সময়ে সিলেট বিভাগে নতুন করে ৩৪০ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৭৩, সুনামগঞ্জের ৩২, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজারের ৫৫ জন। এছাড়াও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।

শনিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা ৯ জনকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩ জনে। তারমধ্যে সিলেটে ৫৪০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছেন।

অপরদিকে, ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৩৪০ জনকে বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৬৯৮, সুনামগঞ্জে ৪ হাজার ৬০৫, হবিগঞ্জে ৪ হাজার ৪৯৫ ও মৌলভীবাজারে ৫ হাজার ৪১৯ জন। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি হওয়া ৩ হাজার ২৩৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।

সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেটে ২১৮ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৫৩৮ জন।

বর্তমানে সিলেট বিভাগে ৪০৭ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর