নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। এদিন ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এক দিনে জেলায় এটি সর্বোচ্চসংখ্যক শনাক্তের নতুন রেকর্ড। এর আগে নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল ৩ আগস্টের। ওই দিন নতুন ২৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৫৬ শতাংশ।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে।
এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৬৪ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৬ জন, সেনবাগে ২৯ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৩ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, সুবর্ণচরে ৭ জন, বেগমগঞ্জ ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিল ১ জন, সেনবাগ ৩৫ জন, কোম্পানীগঞ্জ ২৮ জন, কবিরহাটে ১৯ জন রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন বার হাজার ৯৪০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ১ শতাংশ।
বিডি প্রতিদিন/আবু জাফর