১৬ জানুয়ারি, ২০২২ ০৬:১৯

১৮ বছরের ওপরে সবাই বুস্টার ডোজ পাবেন পাকিস্তানে

অনলাইন ডেস্ক

১৮ বছরের ওপরে সবাই বুস্টার ডোজ পাবেন পাকিস্তানে

প্রতীকী ছবি

১৮ বছরের ওপরের সব নাগরিককে করোনার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। করোনার সংক্রমণ ঠেকাতে শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) ১৮ বছরের ওপরের সবার করোনার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে।

পাকিস্তানে করোনা সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে। সর্বশেষ পাকিস্তানে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশে।

এদিকে, দেশটিতে এক দিনে রেকর্ড সংক্রমণ হয়েছে শনিবার। এদিন সকালে এনসিওসি জানিয়েছে, ২৪ ঘণ্টায় সেখানে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২৮৬ জন। আর করোনায় নতুন করে চারজনের প্রাণহানি হয়েছে।

এনসিওসির এক টুইট বার্তায় বলা হয়, আজকের (শুক্রবার) আলোচনায় বুস্টার ডোজের বয়সসীমা আরও কমানো হয়েছে। শনিবার থেকে ১৮ বছরের ওপরে সবাই নিজেদের পছন্দের করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এ ক্ষেত্রে তাদের পরিপূর্ণ ডোজ নেওয়ার মেয়াদ ছয় মাস পূর্ণ হতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর