২১ জানুয়ারি, ২০২২ ০৫:০০

কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন পর্যটকরা

অনলাইন ডেস্ক

কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন পর্যটকরা

করোনার টিকা নেওয়া পর্যটকরা কোয়ারেন্টাইন ছাড়াই আগামী ১ ফেব্রুয়ারি থেকে থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। থাইল্যান্ডে করোনার প্রকোপ কমে যাওয়ায় করোনা টাস্ক ফোর্স এই সিধান্ত নিয়েছে। 

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাস আগে বিশ্বব্যাপী ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় এই সিধান্ত থেকে সরে আসে দেশটি। তবে এক মাস পরেই নতুন করে দেশটি এই সিধান্ত নিলো। 

সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই নীতিতে পর্যটকদের নেমেই করোনা পরীক্ষা করতে হবে।  

এছাড়া দেশটির কর্তৃপক্ষ যেসব রেস্টুরেন্টে মদ পানের সেবা রয়েছে সেসবের সময় বাড়িয়েছে। করোনায় দেশটিতে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় নতুন করে এই সিধান্ত নিলো। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর