২১ জানুয়ারি, ২০২২ ১৮:৪৮

বরিশালে করোনা পরিস্থিতি ভয়াবহ, বাড়ছে শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে করোনা পরিস্থিতি ভয়াবহ, বাড়ছে শনাক্তের হার

প্রতীকী ছবি

বরিশালে করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার। গত বুধবারের চেয়ে বৃহস্পতিবার শনাক্তের হার ৮ ভাগেরও বেশি বেড়েছে। বৃহস্পতিবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১২৫ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এর আগে, গত বুধবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪.৫৪ ভাগ, মঙ্গলবার ২৬.৩৮ ভাগ, সোমবার ১৭.৭২ ভাগ, রবিবার ১২.২২ ভাগ এবং গত শনিবার ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়।

এদিকে, শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে তিনজন করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন। একই সময়ে চারজন রোগী নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৬ জন রোগী।

এ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে এখন পর্যন্ত ৭ হাজার ৪৭৮ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪৫৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪২৮ জনের করোনা ছিলো পজিটিভ।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর