২ জুলাই, ২০২২ ১৯:৫৭

বরিশালে করোনা শনাক্তের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে করোনা শনাক্তের হার কমেছে

প্রতীকী ছবি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। শনিবারের রিপোর্টে ৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১১ ভাগ। 

এর আগে শুক্রবার শনাক্তের হার ছিলো ৪৮.৯৭ ভাগ, বৃহস্পতিবার ৩০ ভাগ, বুধবার ২০.৫৮ ভাগ, মঙ্গলবার ৩২.১৪ ভাগ, সোমবার ১৫.১৫ ভাগ, রবিবার ২৩.০৭ ভাগ এবং গত শনিবার ছিলো ৩৫.২৯ ভাগ। গত ১৯ জুনের পর থেকে নমুনা পরীক্ষায় শনাক্তের হার বাড়ছে বরিশালে। 

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত মঙ্গলবার ভর্তি হওয়া করোনা পজেটিভ ৩ জন রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন। বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোন রোগী এই ওয়ার্ডে ভর্তি হননি কিংবা কেউ ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেননি। 

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬শ’ ৭৬ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১শ’ ৯৮ জন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা ছিলো পজেটিভ। হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম               

সর্বশেষ খবর