রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

বান্দরবানে ৩, খাগড়াছড়িতে ৩, কুমিল্লায় ১, চুয়াডাঙ্গায় ১, মৌলভীবাজারে ১ ও সাতক্ষীরায় ২- মোট ১১ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

বান্দরবান : বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছে। শনিবার বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জহির উদ্দিন (৩৮), শহিদ উল্লা (৪২)। অপর দিকে শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে মো. কালু (১০) নামে এক শিশু নিহত হয়। রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় গতকাল বেলা ১১টায় কাঠবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। এরা হলেন- মোটরসাইকেল চালক মো. আলমগীর হোসেন (২৫), আরোহী মো. রবিউল ইসলাম (৪০) ও মো. সেলিম মিয়া (৪২)। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ।

কুমিল্লা : চৌদ্দগ্রামে শনিবার বিকালে বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে কাঁকড়ি সেতুর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস চাপায় জুলফু মিয়া (১০১) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আরফান আলীর ছেলে। পুলিশ ঘাতক বাসটি আটক ও জুলফু মিয়ার লাশ উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর-পীরপুরকুল্লার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল চালক নিহত হন। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক রানা (৩০) পীরপুরকুল্লা গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, মারাত্দক আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার : শনিবার দুপুরে কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুহিত আলী (২৬) নামে ১ যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার আলীনগর গ্রামের মদরিছ আলীর ছেলে। কুলাউড়াগামী ১টি টেম্পো কুলাউড়া ফায়ার সার্ভিস অফিসের সামনে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা : সাতক্ষীরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার চালতেতলা গ্রামের আবদুর রহমানের স্ত্রী। অপরদিকে একই সড়কের বাঁশতলা নামক স্থানে মোখলেছুর রহমান নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি বিষ্ণুপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। বাঁশতলা বাজারে টমটমের ধাক্কায় আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

 

সর্বশেষ খবর