হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো ২ কেজি স্বর্ণসহ জ্যাকি ঘোষ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
আজ রাত সোয়া ৯টায় স্বর্ণসহ তাকে আটক করা হয়।
জানা যায়, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা টিআর-২৬৫৬ ফ্লাইটের যাত্রী জ্যাকি ঘোষ। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।
এরপর বিমানবন্দর থেকে বের হওয়ার সময় রাত সোয়া ৯টার দিকে তার দেহ তল্লাশি চালিয়ে পকেট থেকে এক কেজি ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এ দিন (সোমবার) দুপুর ১২টায় বিমানবন্দর থেকে ৭ শ’ গ্রাম স্বর্ণসহ শহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।