সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সার্ভেয়ার গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

সহকারী কমিশনার (ভূমি) এর স্বাক্ষর জাল করে খাস জমি বরাদ্দ দেওয়ার অপরাধে আব্দুল মজিদ নামে এক সার্ভেয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আব্দুল মজিদ মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সাময়িক বরাখাস্তকৃত সার্ভেয়ার। গতকাল আমঝুপি বাজার থেকে দুদকের একটি দল তাকে গ্রেফতার করে।

 দূর্ণীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক আব্দুল গাফ্ফার জানান, মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে সরকারী খাস খতিয়ানভূক্ত জমি তৎকালিন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া ইসলামের স্বাড়্গর জাল করে প্রকৃত ভূমিহীনদের মাঝে না দিয়ে অর্থের বিনিময় অন্য জনদের বরাদ্দ দেন।এ ধরনের ১৮ টি দলিল এর সন্ধান পেয়েছে দুদুক। এ ঘটনায় তার বিরম্নদ্ধে দুদকের পড়্গ থেকে  মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নং ২৪, তারিখ ২৫/০৭/১১ ইং। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল মজিদকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর