নরসিংদীতে চাঁদাবাজি করা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। তাদের মারধরে চারজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা আহতদের ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। সোমবার বিকালে সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা ঘরে তালাবদ্ধ ছিলেন। জানা যায়, দক্ষিণ শিলমান্দী গ্রামের পাওয়ার লুম মালিক গুলজার ও জাকির হোসেনের কাছে দাবি করে চিহ্নিত সন্ত্রাসী ওমর ফারুক গং। চাঁদা না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত বছরের ৮ ডিসেম্বর উভয় পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন। এ সময় ওমর ফারুকের মা মমতাজ মারামারি থামাতে গিয়ে গুরুতর আহত হন। এর সাত দিনের মাথায় ঢাকা মেডিকেলে মারা যান তিনি। এই হত্যা মামলায় পাওয়ার লুম ব্যবসায়ী গুলজারসহ অন্য আসামিরা ২৫ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান। সোমবার বিকালে গুলজার বাড়ি ফেরার পথে কালাম মিয়া ও হুমায়ুন মিয়াসহ ১৪/১৫ জন তাদের রাস্তায় পিটিয়ে আহত করেন। এ সময় তারা দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলে সন্ত্রাসীরা বাড়িঘর ও কারখানায় ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে বাড়ির দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। অবরুদ্ধদের উদ্ধারের কোনো ব্যবস্থাও নেয়নি। গতকাল স্থানীয় সংবাদিকরা গিয়ে গুলজারদের তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। ঘরের ভেতর থেকে গোলজার হোসেন বলেন, ‘ফারুক ও তার সঙ্গীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আমরা ব্যবসায়ীরা তাদের হাতে জিম্মি। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতেও সাহস করে না।’
শিরোনাম
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় বসতবাড়িতে তালা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর