সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুই জেলায় সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রতিদিন ডেস্ক

ফরিদপুরের সালথা এবং লালমনিরহাটের আদিতমারীতে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় সালথায় একজন নিহত, ২০ জন আহত এবং আদিতমারীতে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর : সালথায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রাসেল শেখ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের ২০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল বড় বাহিরদিয়া গ্রামের মৃত আবদুল খালেক শেখের ছেলে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনার পর পুলিশ ১২ জনকে আটক করেছে। লালমনিরহাট : উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়ে বিরোধের জেরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সর্বশেষ খবর