Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ মে, ২০১৯ ২৩:১৩

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বগুড়া প্রেস ইউনিটে দোয়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বগুড়া প্রেস ইউনিটে দোয়া
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বগুড়া প্রেস ইউনিটে দোয়া মাহফিলে অতিথিরা

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বগুড়া প্রেস ইউনিটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর বগুড়া শহরের দ্বিতীয় বাইপাসের কালিবালা নামক স্থানে বগুড়া প্রেস ইউনিটে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় করা হয় মোনাজাত। সদ্য নির্মিত বগুড়া প্রেস ইউনিট থেকে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান-এর প্রকাশনা কার্যক্রম চলবে। এখান থেকে প্রকাশিত পত্রিকার কপিগুলো উত্তরের ১৬ জেলা ছাড়াও খুলনা বিভাগে পাঠকের হাতে তুলে দেওয়া হবে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লিমন বাসার, ঠা-া আজাদ, আবদুর রহমান টুলু, আবদুস সালাম বাবু, এইচ আলিম প্রমুখ। দোয়া পরিচালনা করেন কালিবালা জামে মসজিদের ইমাম আবদুস সালাম।


আপনার মন্তব্য