শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে পাঁচ শিশুর প্রাণহানি

দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহের মুক্তাগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পূর্ব-চন্ডিমন্ডপ গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু হচ্ছে ওই গ্রামের সাজ্জাত হোসেনের শিশু কন্যা জান্নাত (০৪) ও নাজিম উদ্দিন নাজিরের শিশুপুত্র উজ্জল (০৪)। কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে মহেশখালীর কুতুবজোম বুজুরুকপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো- ইসমাইলের কন্যা  ফাতেমা জন্নাত (৯) ও  এনামুল করিমের কন্যা আজমিরা খানম (৯)।

নাটোরের গুরুদাসপুরে বন্যার পানিতে ডুবে শিশু এ্যানি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু মনির ডোহর মহল্লার মো. এনামুল হকের কন্যা।

-প্রতিদিন ডেস্ক

বামনা উপজেলা চেয়ারম্যানকে অপসারণ

বরগুনার বামনা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ (উপজেলা-১ শাখা)। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা  হয়। প্রজ্ঞাপনে লিটুর বিরুদ্ধে চাঁদা/উৎকোচ গ্রহণ. ঠিকাদার ও প্রকল্প কমিটির কাছ থেকে কমিশন গ্রহণসহ নানা অনিয়মের কথা উল্লেখ করা হয়। - বরগুনা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে থাকা ফ্রিজ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (২২) নামে এক চায়ের দোকানদারের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়াকৈর বাজারে নিজ দোকানে এ দুর্ঘটনা ঘটে। তিনি কালিয়াকৈর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।

-সিরাজগঞ্জ প্রতিনিধি

ত্রাণ বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাটে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলার চলতি বন্যায় পানিবন্দি ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার ধারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে সুরাইয়া সুলতানার সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার)। উপস্থিত ছিলেন হালুয়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্ল­ব কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব, ওয়ারিছ উদ্দিন সুমনসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

- হালুয়াঘাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর