শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মেয়েকে শিকলে বেঁধে বৃদ্ধার ভিক্ষাবৃত্তি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

মেয়েকে শিকলে বেঁধে বৃদ্ধার ভিক্ষাবৃত্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ডে প্রতিবন্ধী মেয়েকে শিকলে বেঁধে ভিক্ষা করছেন বৃদ্ধা মা। প্রতিবন্ধী মেয়েটির নাম হোসনেয়ারা আক্তার (৩৫)। জন্ম থেকে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী তিনি। বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামে। বাবা আবদুল আজিজ মারা গেছেন। বৃদ্ধা সুফিয়া বেগম বলেন-  কোনো বিধবা ভাতা বা বয়স্ক ভাতা তিনি পাননি। মেয়েটির প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা নেই। চান্দিনার কলেজশিক্ষক মাসুমুর রহমান মাসুদ বলেন, ‘প্রতিবন্ধী মেয়েকে মা শিকলে বেঁধে ভিক্ষা করছেন-এ দৃশ্য অমানবিক। আর কত দুরবস্থায় পড়লে তারা ভাতা পাবেন। সুফিয়া বেগম বলেন, ‘হোসনেয়ারা তার প্রথম সন্তান, বড় আদরের সন্তান। এতদিন সে পথেঘাটে ঘুরত। বাধ্য হয়ে শিকলে বেঁধে সঙ্গে রেখে ভিক্ষা করছি। সরকারের সাহায্য পেলে তাদের কষ্ট কম হতো।’ স্থানীয় বরকামতা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, পরিবারটিকে আমি চিনি। তাদের ভাতার বিষয়ে সমাজসেবা কার্যালয়ে সুপারিশ করব। দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের বলেন, আমরা পরিবারটিকে দুইবার এমপির কাছ থেকে আর্থিক অনুদান দিয়েছিলাম। ভাতা দেওয়ার বিষয়টি ভেবে দেখব।

সর্বশেষ খবর