শিরোনাম
শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিক্ষোভ সমাবেশে চাষিরা

চা পাতার দাম না বাড়লে তীব্র আন্দোলন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্যবৃদ্ধির দাবিতে চাষিরা বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। শহরের শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গতকাল বাংলাদেশ স্মল-টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, ‘পঞ্চগড়ের চা শিল্প আজ হুমকির মুখে। কাঁচা পাতার মূল্য না বাড়ালে চা চাষিদের পথে বসতে হবে। ইতিমধ্যে অনেক চাষি চা পাতা কেটে ফেলে দিচ্ছেন।’

স্মারকলিপিতে ছয়টি দাবি তুলে ধরা হয়। এগুলো হচ্ছে- চা আমদানি ও সীমান্ত দিয়ে চা প্রবেশ বন্ধ করা, পঞ্চগড়ে সরকারি চা কারখানা স্থাপন, কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত, চা চাষি কারখানায় ভর্তুকি প্রদান, পঞ্চগড়ে তৃতীয় নিলাম কেন্দ্র স্থাপন ও আঞ্চলিক টি বোর্ডে কারিগরি দক্ষতাসম্পন্ন জনবল নিয়োগ।

সর্বশেষ খবর