সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আসামি পলাশের ফাঁসি বিপ্লবের যাবজ্জীবন

চাঞ্চল্যকর মালা হত্যা মামলা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী ফারিয়া আক্তার মালা হত্যা মামলার প্রধান আসামি প্রভাষক আলমগীর হোসেন পলাশকে ফাঁসি, অ্যাডভোকেট মাঈনুল আহসান তালুকদার বিপ্লবকে যাবজ্জীবন ও রিয়াজকে ৭ বছর কারাদ  দিয়েছে বরগুনার নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার অপর আসামি ইমা রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল বরগুনার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান ২৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। এসময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল কান্তি দাস, আবদুর রহমান নান্টু ও হুমায়ুন কবির। আলমগীর হোসেন পলাশ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাসন্ডা গ্রামের মৃত আ. লতিফ হাওলাদারের ছেলে। বিপ্লব ও তার স্ত্রী ইমা রহমান এবং রিয়াজুল ইসলাম রিয়াজ আমতলী পৌর শহরের হাসপাতাল সড়কের বাসিন্দা। এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবির বলেন, এ মামলায় বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা এ রায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ এবং উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করব।

সর্বশেষ খবর