রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

পৌরকর বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

গণশৌচাগার নির্মাণ ও রিকশা, অটো ও পিকআপসহ পরিবহন দাঁড়ানোর স্টান্ডের দাবিসহ নাগরিক সব ধরনের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি যে কোনো ধরনের পরিবহন দাঁড়ানো ও মালামাল লোড আনলোডের ওপর নতুন করারোপের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের মধুখালী পৌরসভার নাগরিক সমাজ। গতকাল বিকালে স্থানীয় আওয়ামী লীগ অফিস চত্বরে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়।

-ফরিদপুর প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় বাড়ি ঘরে হামলা, ভাঙচুর

নরসিংদীর শিবপুরে তুচ্ছ বিষয় নিয়ে বাড়িঘরে হামলা চালিয়েছে। এ সময় প্রতিপক্ষ কমপক্ষে ১৫টি বাড়িঘর ভাঙচুর করেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল সকালে শিবপুর উপজেলার যোশর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, মারামারির বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চলছে। ভাঙচুরের অভিযোগ এখনো পাইনি। পাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।-নরসিংদীর প্রতিনিধি

কর্মশালা

ভোলায় নিরাপদ মাতৃত্ব ও জেন্ডার বিষয়ক সাংবাদিকদের অবহিতকরণ সভা হযেছে। গতকাল দুপুরে ভোলা জলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ওই কর্মশালার আয়োজন করেছে। এ সময় পরিবার পরিকল্পনা বিষয়ক ইনফরমেশন, এডুকেশন ও কমিউনিকেশন (আইইসি) অপারেশন প্ল্যানের পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ক কার্যাবলী সম্পর্কে জানানো হয়। -ভোলা প্রতিনিধি

জরিমানা

ময়মনসিংহের হালুয়াঘাটে নামের আগে ডা. পদবী ব্যবহার করায় এক মেডিকেল অ্যাসিসটেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম এ জরিমানা আদেশ প্রদান করেন।-হালুয়াঘাট প্রতিনিধি

দারিদ্র্য বিমোচনে রিকশা ভ্যান বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লায় দারিদ্র্য বিমোচনে শ্রমজীবী মানুষদের মাঝে বিনামূল্যে রিকশা ভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল প্রত্যয় উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুমিল্লা নগরীর প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে ১৫টি রিকশা ভ্যান বিতরণ করা হয়। এছাড়া দুইজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সভাপত্বিত করেন মাহমুদা আক্তার। বক্তব্য রাখেন আবুল হাসানাত বাবুল, বদরুল হুদা জেনু, আলী আকবর মাসুম,  নাসির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান ও আইরীন মুক্তা অধিকারী প্রমুখ। -কুমিল্লা প্রতিনিধি

জার্মান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়-ক্রোনী গ্রুপের চুক্তি

জার্মান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাঁচ বছর মেয়াদী দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান ক্রোনী গ্রুপ। ফতুল্লায় বিসিক শিল্পনগরীর পাশে এই শিল্প প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনে আসেন জার্মান টেক্সটাইল ইউনিভার্সিটির দুই প্রফেসর প্রকৌশলী ড. আলেকজান্ডার বুজন, ড. লুজ বুজবন ও ১০ শিক্ষার্থীসহ ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল। পরে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচএম আসলাম সানী জানান, এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হবে।

-নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর