বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এমপির বিতরণ দেখে ত্রাণ কমিটির সদস্যরা বিব্রত

ত্রাণের মধ্যে ছিল চাল, আলু, লবণ ও একটি সাবান

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদারের (মাগুরা-২) পক্ষ থেকে মঙ্গলবার বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে গঠিত ত্রাণ কমিটির নেতাদের ১৪৫ প্যাকেট ত্রাণ দেওয়া হয়। বিনোদপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় ওয়ার্ড ত্রাণ বিতরণ কমিটির অন্যতম ফারুক হোসেন জানান, মঙ্গলবার বীরেন শিকদার এমপি নিজে উপস্থিত থেকে আমাদের ত্রাণ বিতরণ ওয়ার্ড কমিটির প্রত্যেককে ১ প্যাকেট করে খাদ্যসামগ্রী দেন। এলাকার দুস্থ মানুষের বদলে আমাদের ত্রাণ দেওয়ায় বিব্রত হয়েছি বটে তবে এমপি নিজ হাতে দেওয়ায় তার সম্মানার্থে তা গ্রহণ করেছি। অবশ্য এ সময় এ ইউনিয়নের  ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটিতে থাকা আওয়ামী লীগ নেতারা বিব্রত হয়ে ত্রাণ ফেরত দেন। শুধু তাই নয়, অন্যান্য ওয়ার্ডের অনেকেই ত্রাণ ফেরত দিয়ে যান। বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি লবণ ও ছোট একটি সাবান। এ বিষয়ে এমপি বীরেন শিকদার বলেন, ‘ত্রাণ কমিটির মাধমে ত্রাণগুলো প্রকৃত দুস্থদের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ত্রাণ কমিটির লোকজন এটি তাদের দেওয়া হচ্ছে মনে করায় জটিলতা তৈরি হয়। পরে এগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদে রেখে প্রকৃত দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

সর্বশেষ খবর