শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কটিয়াদীতে ঢাক ঢোলের হাট

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে এবারও বসেছে দেশের একমাত্র ঢাক-ঢোলের হাট। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর কটিয়াদী উপজেলা সদরের পুরাতন বাজারে এ হাট বসে। তিন দিন চলে হাট। পূজার দুই দিন আগে শুরু হয়ে শেষ হয় ষষ্ঠীর দিন। স্থানীয়রা জানান, ষোড়শ শ্তাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় প্রথম তার রাজপ্রাসাদে দুর্গা পূজার আয়োজন করেন। উপজেলা সদর থেকে দুই কিলোমিটার উত্তরে চারিপাড়া গ্রামে ছিল রাজার প্রাসাদ। পূজা উপলক্ষে রাজপ্রাসাদ থেকে বিক্রমপুর (মুন্সীগঞ্জ) পরগণার বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হতো ঢাক-ঢোল বাঁশিসহ বাদ্যযন্ত্রীদের আগমনের জন্য। সে সময় নৌপথ ব্যবহার করা হতো। যন্ত্রীদল নৌপথে পূজার দুইদিন আগে এসে পৌঁছতেন। সেই থেকে দুর্গা পূজা উপলক্ষে এখানে ঢাক-ঢোলের হাট চলে আসছে। বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও ঢাকা, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন অঞ্চল থেকে ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্র নিয়ে যন্ত্রীদল এ হাটে আসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর