তৃতীয় ধাপে বগুড়া জেলার ৫টি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী জেলার শিবগঞ্জ, ধুনট, নন্দীগ্রাম, কাহালু ও গাবতলী পৌরসভায় ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তফসিল ঘোষণার পর থেকে পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও ব্যাপক তৎপরতা দেখা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, গত ১৪ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়া জেলার ৫টি পৌরসভার নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। আসছে ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। ১১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। এরপর আগামী ৩০ জানুয়ারি উল্লেখিত পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এদিকে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মাঠে নেমেছেন। আওয়ামী লীগ ও বিএনপি থেকে প্রার্থীর সংখ্যায় বেশি। ৫ পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পুরোদমে মাঠে নেমে পড়েছেন। আওয়ামী লীগ-বিএনপির দলীয় প্রার্থীরা মনোনয়নের জন্য নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। শিবগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক এবারও একক প্রার্থী হয়েছেন। আর বিএনপি থেকে সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন ও কৃষক দল নেতা আবদুল গোফ্ফারও দলীয় প্রার্থী হতে গণসংযোগ করছেন। নন্দীগ্রাম পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আওয়ামী লীগ থেকে বর্তমান প্যানেল মেয়র আনিসুর রহমান, মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবক লীগের কামরুল হাসান সবুজও মাঠে নেমেছেন। বিএনপি থেকে সাবেক মেয়র ও বিএনপি নেতা সুশান্ত কুমার শান্ত, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান বিপ্লব রহিম দলীয় মনোনয়ন চেয়ে মাঠে নেমেছেন। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবর রহমান শাহ জানান, তৃতীয় ধাপের ঘোষিত তফসিলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সার্বিক কার্যক্রম চলমান আছে।
শিরোনাম
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
- দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৭
- সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
- বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৬৭ মামলা