তৃতীয় ধাপে বগুড়া জেলার ৫টি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি। নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী জেলার শিবগঞ্জ, ধুনট, নন্দীগ্রাম, কাহালু ও গাবতলী পৌরসভায় ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তফসিল ঘোষণার পর থেকে পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও ব্যাপক তৎপরতা দেখা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, গত ১৪ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়া জেলার ৫টি পৌরসভার নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। আসছে ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। ১১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। এরপর আগামী ৩০ জানুয়ারি উল্লেখিত পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এদিকে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মাঠে নেমেছেন। আওয়ামী লীগ ও বিএনপি থেকে প্রার্থীর সংখ্যায় বেশি। ৫ পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হতে পুরোদমে মাঠে নেমে পড়েছেন। আওয়ামী লীগ-বিএনপির দলীয় প্রার্থীরা মনোনয়নের জন্য নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। শিবগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ও বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক এবারও একক প্রার্থী হয়েছেন। আর বিএনপি থেকে সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন ও কৃষক দল নেতা আবদুল গোফ্ফারও দলীয় প্রার্থী হতে গণসংযোগ করছেন। নন্দীগ্রাম পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আওয়ামী লীগ থেকে বর্তমান প্যানেল মেয়র আনিসুর রহমান, মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবক লীগের কামরুল হাসান সবুজও মাঠে নেমেছেন। বিএনপি থেকে সাবেক মেয়র ও বিএনপি নেতা সুশান্ত কুমার শান্ত, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান বিপ্লব রহিম দলীয় মনোনয়ন চেয়ে মাঠে নেমেছেন। বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবর রহমান শাহ জানান, তৃতীয় ধাপের ঘোষিত তফসিলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সার্বিক কার্যক্রম চলমান আছে।
শিরোনাম
- আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ
- বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
বগুড়ায় দৌড়ঝাঁপ আওয়ামী লীগ বিএনপি প্রার্থীদের
আবদুর রহমান টুলু, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর