সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এক পলক

পেটে ঢুকল কই মাছ 

ভাঙ্গায় পুকুরে মাছ ধরতে গিয়ে পেটে কই মাছ ঢুকে পড়ায় মনির হোসেন মন্টু (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মন্টু ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কৃষক কাঞ্চন শেখের পুত্র। শনিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। -ভাঙ্গা প্রতিনিধি

পুলিশ সদস্য নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম রনি শেখ (৩০)। তিনি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইকাকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের সাধনা সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

-রাজবাড়ী প্রতিনিধি

পুলিশ পরিবারে নিহতের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ পরিবারের ওপর হামলা ও নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছোট ভাই আবদুল্লাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় গত শনিবার রাতে মামলা করেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, দ্বীন ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনার মধ্য দিয়ে সোনারগাঁ উপজেলার নয়াগাঁও গ্রামের হাজী আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার ব্যবসায়ী সাদেকুর রহমান ওরফে সাদেক মোল্লার বিরোধ চলে আসছিল। -সোনারগাঁ প্রতিনিধি

শহীদ মিনার ভাঙচুর

মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজে শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সকালে সেখানে কলেজ শিক্ষকরা ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান। কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে এ শহীদ মিনারটি কলেজে নির্মিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুর্বৃত্তরা এটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ৪ ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মাণে ৩টি পিলারে মোট ৬টি ৮ মিলিমিটারের রড ব্যবহৃত হয়েছে।

-মাগুরা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর