বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রকল্পে কোনো অনিয়ম সহ্য করা হবে না

----------------- এনামুল হক শামীম

হবিগঞ্জ প্রতিনিধি

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বৃহত্তর সিলেটকে নদী ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষায় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। গতকাল জেলার ‘বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের প্রতিরক্ষা কাজ’ শীর্ষক প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলার শেরপুরে নদীর তীর সংরক্ষণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শামীম বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই ভোগোলিক কারণে বিভিন্ন জেলায় বয়ে চলেছে নদ-নদী। এসব নদীর উপকূল এলাকায় প্রতি বছর ভাঙন হয়। আর এই নদী তীরবর্তী এলাকাকে সম্পূর্ণরূপে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়েছে। অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে।

 অতি শিগগিরই এসব প্রকল্পের কাজ সম্পন্ন হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে আমরা সম্পূর্ণরূপে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাব, ইনশাআল্লাহ। আর তারই ধারাবাহিকতায় বৃহত্তর সিলেটকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে চান। তিনি চান এবার যেন হাওর অঞ্চলের কৃষকরা হাসি মুখে ফসল ঘরে তুলতে পারে। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে চলছি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম অহিদ উদ্দিন চৌধুরীসহ জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর