রূপগঞ্জে এক যুবকের শরীরে গরম পানি ঢেলে ও আরেকজনকে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে কাঞ্চন বাজার এলাকার ম-লের বাড়ির সামনে কালাদির মৃত শহিদুল্লার ছেলে আবদুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। সাড়ে ১১টার দিকে সুকুমারের বাড়ির সামনে থেকে ধরে নিয়ে রানীপুরার মৃত সিদ্দিক ভুইয়ার ছেলে নাঈম ভুইয়ার শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। তাদের মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কালাদির এফ খান ফিলিং স্টেশনের সামনে পশ্চিম কালাদির মোজাম্মেল হকের ছেলে শাহিন মিয়া ও ত্রিশকাহনিয়ার আবদুল আলীর ছেলে রিফাতের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। বেলা ১১টার দিকে রামদা, চাপাতিসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা কাঞ্চন পৌরসভা কার্যালয়সহ বাজার এলাকায় মহড়া দেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে কাঞ্চন বাজারের ব্যবসায়ী তোফায়েল আহাম্মেদের বাড়িতে সশস্ত্র মহড়া দেয় তারা। খবর পেয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমি কাঞ্চনকে শান্ত রাখতে চাই আর গোলাম রসুল কলির নেতৃত্বে তার বাহিনী অশান্ত রাখতে চায়। প্রশাসন যেন কোনো সন্ত্রাসীকে ছাড় না দেয় সে দাবি জানাই। আমিও যদি অন্যায় করি আমার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।’ অভিযুক্ত গোলাম রসুল কলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শিরোনাম
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
- ট্রটকে ধরে রাখতে চাইছে না আফগানিস্তান
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
শরীরে গরম পানি ঢেলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
এলাকায় সশস্ত্র মহড়া
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর