শিরোনাম
শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

সাড়ে ১৩ হাজার ফুট লম্বা পতাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া জিলা স্কুল মাঠে ১৩ হাজার ৫০০ ফুট লম্বা লাল-সবুজ রঙের জাতীয় পতাকা প্রদর্শন হয়েছে। গতকাল ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ পতাকা প্রদর্শন করা হয়। জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ পতাকা প্রদর্শন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন করা হয়। অংশ নেন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী।

পরে কাপড়ের তৈরি বৃহৎ জাতীয় পতাকার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ বিশাল পতাকা প্রদর্শনের উদ্যোগ নেয়। স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে এটি কাপড়ের তৈরি সর্ববৃহৎ জাতীয় পতাকা বলে দাবি করেছেন আয়োজকরা। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ। গতকাল সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। এরপর বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী। দেশের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় অত্যন্ত সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর