শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ফুলতলা থেকে পাইপযোগে ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রতিবাদ জানিয়েছে উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটি। সংগঠনের নেতারা বলছেন, ফুলতলার চৌদ্দমাইল থেকে পথের বাজার পর্যন্ত ২০টি পাম্পের মাধ্যমে খুলনা ওয়াসা দৈনিক ১ কোটি গ্যালন পানি উত্তোলন করে শহরে সরবরাহ করছে। এতে ফুলতলা এলাকায় মরুকরণের সৃষ্টি হবে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক নলকূপ অকেজো হয়ে পড়েছে। এতে এলাকায় কৃষি, মৎস্য নার্সারিতে বিরূপ প্রভাব ও জনজীবন বিপন্ন হবে। এর আগে একই দাবিতে এলাকায় প্রতিবাদ সভা করেছে পানি ও পরিবেশ রক্ষা কমিটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আনছার আলী মোল্লা।

খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জানান, ২০০৪ সালে সিটি করপোরেশন সুপেয় পানি আনার জন্য ফুলতলার ওই স্থানে পাম্প বসায়। কিন্তু এ বিষয়ে আদালতে মামলা হলে কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালে সিটি করপোরেশনের পক্ষে মামলায় রায় যায়। সম্প্রতি কুয়েটসহ বিভিন্ন এলাকায় পানির সংকট তৈরি হলে খুলনা ওয়াসা ফুলতলা থেকে পানি এনে সরবরাহ করছে।

সর্বশেষ খবর