রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ফোন করলেই পৌঁছে যাবে সিলিন্ডার

আশা জাগিয়েছে পুলিশ অক্সিজেন ব্যাংক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে করোনা ও এর উপসর্গে শ্বাসকষ্টজনিত রোগীদের আশা জাগিয়েছে পুলিশ অক্সিজেন ব্যাংক। করোনাসহ যে কোনো রোগে শ্বাসকষ্টে ভুগছেন-এমন কেউ রাতদিন সে কোনো সময় মোবাইলে কল করলেই বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেনের সিলিন্ডার। জেলার গন্ডি পেরিয়ে এখন পার্শ্ববর্তী জেলা লক্ষীপুর, ফেনী, কুমিল্লার রোগীরাও পাচ্ছেন এ অক্সিজেন সেবা। এ পর্যন্ত দুই শতাধিক রোগীকে এ অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। চৌমুহনীর ট্রাফিক পুলিশ পরিদর্শক এসএম কামরুল হাসান ডিউটিরত অবস্থায় চোখের সামনে অসুস্থ এক নারী রোগীকে অক্সিজেনের অভাবে মারা যেতে দেখেন। এ কষ্ট সহ্য করতে না পেরে তিনি উদ্যোগ নেন বিনামূল্যে অক্সিজেন সরবরাহের। নোয়াখালী পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় তিনি নামেন মিশনে। সেখান থেকেই যাত্রা হয় নোয়াখালী পুলিশ অক্সিজেন ব্যাংকের। প্রথমে ১০টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে আছে ৪৫টি বড় সিলিন্ডার। কোনো প্রকার অর্থ ছাড়াই পুলিশ অক্সিজেন ব্যাংক থেকে রোগীদের অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, অক্সিজেনের অভাবে অনেক মানুষ মারা যান। সেই মৃতহার হ্রাস করার লক্ষ্যে আমরা অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেছি। আমাদের এই সেবা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর