বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

ঈদের তিন দিনে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ঈদের ছুটিতে বেপরোয়া, বৈধ কাগজপত্র না থাকা ও হেলমেট ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়ম করায় মোটরযান আইনে মামলা দায়ের করে ৭ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক বিভাগ।  বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ঈদের দিন থেকে বিশেষ চেকপোস্ট বসানো হয়। ১৫ থেকে ১৭ মে তিন দিন শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক ও পুলিশ সদস্যরা কাজ করে। এ সময় মোটরযান আইনে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১৯৪টি মামলা করা হয়। এই দুই দিনে মোটরসাইকেল আটক করা হয়েছে ৪০টি। সবচেয়ে বেশি মামলা হয়েছে মোটরসাইকেল ও মাইক্রোবাসে এবং ডিজিটাল মিটারে মামলা দেওয়া হয়। এসব মামলায় মোট জরিমানা আদায় করা হয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ খবর