রবিবার, ২৩ মে, ২০২১ ০০:০০ টা

সরকারি গাছ কাটল উপজেলা প্রশাসন

পিরোজপুর প্রতিনিধি

সরকারি গাছ কাটল উপজেলা প্রশাসন

উপজেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ভূমি অফিস প্রাঙ্গণে কমপক্ষে ৩০টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলো কাটার পর সেগুলো পাড়েরহাটের একটি স’ মিলে নিয়ে গত দুই দিন ধরে চেড়াই করা হয়েছে। ছয়টি গাছের টেন্ডারের বিপরীতে প্রায় পাঁচ গুণ গাছ বেশি কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, কয়েক দিন আগে পাড়েরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহসীন হাওলাদার বর্তমানে সরকারের দখলে থাকা রাজবাড়ীতে অবস্থিত ভূমি অফিস প্রাঙ্গণের ৩০-৪০ বছর বয়সীসহ কমপক্ষে ২৫টি গাছ কেটে সেগুলো স্থানীয় একটি স’ মিলে নিয়ে যান। গাছগুলোকে চিহ্নিত করার জন্য প্রতিটির গায়ে টি লেখা রয়েছে।  তবে মহসিন দাবি করেন, তিনি টেন্ডারের মাধ্যমে ২২ হাজার টাকায় ছয়টি গাছ কিনেছেন। এ ছাড়া ইউএনওর নির্দেশে আরও দুটি গাছ কাটা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পানগুচি নদীর পাড়ে গড়ে ওঠা ছৌলা বনে তৈরিকৃত একটি পার্কের উন্নয়নের জন্য এ কাঠগুলো ব্যবহার করা হবে। এ জন্য ইউএনও মহসিনের কাছ থেকে পুনরায় গাছগুলো কিনেছেন বলে জানান মহসিন। স্থানীয়রা জানান, বিনা প্রয়োজনে পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণের গাছগুলো কাটা হয়েছে। আর এজন্য কোনো টেন্ডার প্রক্রিয়ার বিষয়টি তাদের জানা নেই।  তবে ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়নের জন্য যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ছয়টি গাছ বিক্রি করা হয়েছে। তবে এর বেশি গাছ কাটার কোনে সুযোগ নেই। এ ছাড়া ইউপি সদস্য মহসিন হাওলাদারের বক্তব্যের বিষয়ে ইউএনও বলেন, তার বক্তব্য সঠিক নয়।

সর্বশেষ খবর