মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

বাড়ি বাড়ি পুলিশের ফোন নম্বর

রাজবাড়ী প্রতিনিধি

বাড়ি বাড়ি পুলিশের ফোন নম্বর

রাজবাড়ীতে প্রতিটি বাড়িতে পুলিশের ফোন নম্বর লাগানোর কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। গতকাল দুপুরে পৌরসভা এলাকার সজ্জনকান্দা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার ৪৮টি বিটের প্রত্যেক বাড়িতে প্রতিটি বিট পুলিশ কর্মকর্তাদের নম্বর সংবলিত স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ।  রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের বাসিন্দা জিতেন্দ্রনাথ বিশ্বাস বলেন, হঠাৎ আমার বাড়িতে পুলিশ এসে হাজির। আমি তাদের কাছে গেলে তারা আমার কাছে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি থেকে পুলিশ কত দূরে রয়েছে। তিনি উত্তরে বলেন, পাংশা থানা পুলিশ রয়েছে। যা আমার বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে। তখন পুলিশ সদস্যরা বলেন, আপনার এই ইউনিয়নের একজন দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন। তিনি আপনার বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে অবস্থান করেন। প্রয়োজনে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই নম্বর আপনার বাড়িতে লাগিয়ে দিয়েছি। প্রয়োজনে ফোন করলে তিনি ঘটনাস্থলে পৌঁছে যাবেন। এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে সদর ইউনিয়নের আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেগুলো দ্রুত সময়ে সমাধান করা সম্ভব। প্রতিটি বিটে পুলিশ অবস্থান করলে দ্রুত সময় যে কোনো প্রয়োজনে ইউনিয়নের মানুষ পুলিশকে ফোন করতে পারবে। পুলিশ দ্রুত ঘটনস্থলে পৌঁছাতে পারবে। এটি জেলা পুলিশের ভালো উদ্যোগ। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, মাননীয় আইজিপি বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে সেই কার্যক্রমকে বেগবান করতে প্রতিটি বাড়ির প্রধান ফটকে বিট পুলিশ কর্মকর্তার সরকারি নম্বর লাগিয়ে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর