রাজবাড়ীতে প্রতিটি বাড়িতে পুলিশের ফোন নম্বর লাগানোর কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। গতকাল দুপুরে পৌরসভা এলাকার সজ্জনকান্দা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার ৪৮টি বিটের প্রত্যেক বাড়িতে প্রতিটি বিট পুলিশ কর্মকর্তাদের নম্বর সংবলিত স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ। রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের বাসিন্দা জিতেন্দ্রনাথ বিশ্বাস বলেন, হঠাৎ আমার বাড়িতে পুলিশ এসে হাজির। আমি তাদের কাছে গেলে তারা আমার কাছে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি থেকে পুলিশ কত দূরে রয়েছে। তিনি উত্তরে বলেন, পাংশা থানা পুলিশ রয়েছে। যা আমার বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে। তখন পুলিশ সদস্যরা বলেন, আপনার এই ইউনিয়নের একজন দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন। তিনি আপনার বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে অবস্থান করেন। প্রয়োজনে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই নম্বর আপনার বাড়িতে লাগিয়ে দিয়েছি। প্রয়োজনে ফোন করলে তিনি ঘটনাস্থলে পৌঁছে যাবেন। এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে সদর ইউনিয়নের আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ছোট ছোট অনেক বিষয় রয়েছে যেগুলো দ্রুত সময়ে সমাধান করা সম্ভব। প্রতিটি বিটে পুলিশ অবস্থান করলে দ্রুত সময় যে কোনো প্রয়োজনে ইউনিয়নের মানুষ পুলিশকে ফোন করতে পারবে। পুলিশ দ্রুত ঘটনস্থলে পৌঁছাতে পারবে। এটি জেলা পুলিশের ভালো উদ্যোগ। পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, মাননীয় আইজিপি বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছেন। বর্তমানে সেই কার্যক্রমকে বেগবান করতে প্রতিটি বাড়ির প্রধান ফটকে বিট পুলিশ কর্মকর্তার সরকারি নম্বর লাগিয়ে দেওয়া হচ্ছে।
শিরোনাম
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক