মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের নয় সদস্য ও গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে ওয়াপদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ৬টি এসএস পাইপ, ৩টি সুইচ গিয়ার চাকু ও ২৫০ গ্রাম মাদক উদ্ধার করা হয়। গতকাল র‌্যাব কর্মকর্তা সহকারী পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন শাওন, আরিফ বিল্লাহ, রায়হান, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন, শাকিল ইসলাম তুষার, মেহেদী হাসান, মিলন হোসেন, সারোয়ার হোসেন, আমিজ উদ্দীন জনি, বাবু, ইকবাল হোসেন, আরিফ ও রবিনসহ ১৬ জন।             -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

বিটকয়েনে মুদ্রা পাচার, গ্রেফতার ২

অনলাইনে নিষিদ্ধ বিটকয়েন কেনাবেচা ও বিদেশে অর্থ পাচারের অপরাধে কেরানীগঞ্জে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল র‌্যাব-১০ এর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। র‌্যাব জানায়, রবিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল নূরজাহান নগরীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সি ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অবৈধ পণ্য কেনাবেচার অপরাধে দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন খান সোহান (২৬) ও হৃদয় সরকার (২৩)। তাদের থেকে একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  এ ঘটনায় মামলা হয়েছে।              -কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

 

৩৬ দোকান পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু-সংলগ্ন এলাকায় গতকাল অগ্নিকান্ডে ৩৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের টিম। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, আগুনে ৩০টি ফলের দোকান পুড়ে গেছে। এ ছাড়া পাঁচটি তেলের দোকান ও একটি বাস কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎস বলে ধারণা করছেন তিনি।             -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

ডাস্টবিনে নবজাতকের লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল পৌর শহরের পশ্চিম পাইকপাড়ার ট্যাংকেরপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে পশ্চিম পাইকপাড়ার ট্যাংকের পাড়ের একটি ডাস্টবিন পরিষ্কার করার সময় পরিচ্ছন্ন কর্মীরা পলিথিনে মোড়ানো অবস্থায় ছেলে নবজাতকের লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা কেউ অবৈধ গর্ভপাত করে মরদেহ ডাস্টবিনে ফেলে গেছে।    -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর