সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

নেত্রকোনায় তিন ফার্মেসিকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রি এবং মূল্যে টেম্পারিং করার দায়ে ভোক্তা অধিকার আইনে নেত্রকোনার মোহনগঞ্জে তিন ফার্মেসিকে  ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। গতকাল দুপুরে পৌর শহরে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন নেত্রকোনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানে করোনাকালীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানোর পাশাপাশি তাদের সতর্ক করা হয়। করোনাকালীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক শাহ আলম। অভিযানে মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার এবং জেলা পুলিশ লাইনের একটি টিম তার সঙ্গে ছিলেন। উপপরিচালক শাহ আলম বলেন, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ বিক্রি এবং মূল্যে টেম্পারিং করার দায়ে পৌর শহরের রাজু মেডিকেল হল নামে একটি ফার্মেসিকে ৫ হাজার, শ্রীকৃষ্ণ মেডিকেল হলকে ৫ হাজার ও লোকনাথ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এ বিষয়ে সতর্ক করা হয় ভবিষ্যতে যাতে এ কাজ আর না করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনিও জানান।

সর্বশেষ খবর