সোনারগাঁ পৌরসভার হরিষপুর গৌরবদী এলাকায় অতিরিক্ত মদপানে গোবিন্দ বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মদপান করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গোবিন্দ মারা যান। তিনি গৌরবদী গ্রামের ধনরঞ্জন বিশ্বাসের ছেলে ও পেশায় নরসুন্দর ছিলেন।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, যুবকের মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।