কয়েক দিনের টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-সরাইল সড়কটি কাদাপানিতে একাকার হয়েছে। উপজেলা সদরের সঙ্গে চুণ্টা, পাকশিমুল, অরুয়াইল, নাসিরনগর ইউনিয়নের ২০ গ্রামের মানুষের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। অরুয়াইল-সরাইল সড়কের চুণ্টা থেকে ভুইশ্বর বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশে পানি ও কাদা জমে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি কাজে মেঘনার নৌ-পথে আশুগঞ্জ হয়ে জেলা সদরে যাচ্ছেন মানুষ। অরুয়াইল আবদুস সাত্তার কলেজের ভাইস প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, সরাইল সদর থেকে অরুয়াইলে আসার একমাত্র সড়ক এটি। বৃষ্টির কারণে ১২ কিলোমিটার রাস্তার ৩ কিলোমিটার পানি ও কাদায় একাকার হয়ে গেছে। কোনো যানবাহন চলতে পারছে না। অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইউসুফ মিয়া বলেন, কাদার কারণে রাস্তায় গাড়ি ছিল না। অবস্থা খুব খারাপ। হেঁটে অফিসে আসতে গিয়ে তিনি দুবার পিছলে পড়ে গেছেন। সিএনজিচালিত অটোচালক আক্তার হোসেন জানান, অরুয়াইল-সরাইল রাস্তা এখন দেখলে মনে হয় চাষের জমি। শুনেছি ৩-৪টি গাড়ি উল্টে গেছে। তাই গাড়ি গ্যারেজে রেখে দিয়ে আসলাম। গাড়ি নিয়ে বের হব না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, উপজেলার উত্তরাঞ্চলের যোগাযোগের একমাত্র সড়ক এটি। পাঁচ বছর ধরে সড়কটির ভুইশ্বর থেকে চুণ্টা পর্যন্ত বেহাল অবস্থায় আছে। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ২০ গ্রামের মানুষ পড়েছে দুর্ভোগে। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, সড়কটির মাঝখানের আড়াই কিলোমিটার অংশের সংস্কার কাজের জন্য বরাদ্দ পাওয়া গেছে। ঠিকাদারও নিয়োগ হয়েছে। ৮-১০ দিনের মধ্যেই কাজ শুরু হবে। জানা যায়, দুই বছর আগে ১২ কোটি টাকা ব্যয়ে সড়কটির সাড়ে ১১ কিলোমিটার অংশ সংস্কার করা হয়। বাকি রয়েছে চুণ্টা ইউনিয়নের ঘাগড়াজোর থেকে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বরবাজার পর্যন্ত ৩ কিলোমিটার। এ অংশ হাওরের মধ্যে পড়েছে। প্রতি বছর ওই অংশটুকুর অবস্থা খারাপ হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার ভাঙা অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শিরোনাম
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি