কয়েক দিনের টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল-সরাইল সড়কটি কাদাপানিতে একাকার হয়েছে। উপজেলা সদরের সঙ্গে চুণ্টা, পাকশিমুল, অরুয়াইল, নাসিরনগর ইউনিয়নের ২০ গ্রামের মানুষের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। অরুয়াইল-সরাইল সড়কের চুণ্টা থেকে ভুইশ্বর বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশে পানি ও কাদা জমে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি কাজে মেঘনার নৌ-পথে আশুগঞ্জ হয়ে জেলা সদরে যাচ্ছেন মানুষ। অরুয়াইল আবদুস সাত্তার কলেজের ভাইস প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, সরাইল সদর থেকে অরুয়াইলে আসার একমাত্র সড়ক এটি। বৃষ্টির কারণে ১২ কিলোমিটার রাস্তার ৩ কিলোমিটার পানি ও কাদায় একাকার হয়ে গেছে। কোনো যানবাহন চলতে পারছে না। অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইউসুফ মিয়া বলেন, কাদার কারণে রাস্তায় গাড়ি ছিল না। অবস্থা খুব খারাপ। হেঁটে অফিসে আসতে গিয়ে তিনি দুবার পিছলে পড়ে গেছেন। সিএনজিচালিত অটোচালক আক্তার হোসেন জানান, অরুয়াইল-সরাইল রাস্তা এখন দেখলে মনে হয় চাষের জমি। শুনেছি ৩-৪টি গাড়ি উল্টে গেছে। তাই গাড়ি গ্যারেজে রেখে দিয়ে আসলাম। গাড়ি নিয়ে বের হব না। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, উপজেলার উত্তরাঞ্চলের যোগাযোগের একমাত্র সড়ক এটি। পাঁচ বছর ধরে সড়কটির ভুইশ্বর থেকে চুণ্টা পর্যন্ত বেহাল অবস্থায় আছে। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ২০ গ্রামের মানুষ পড়েছে দুর্ভোগে। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, সড়কটির মাঝখানের আড়াই কিলোমিটার অংশের সংস্কার কাজের জন্য বরাদ্দ পাওয়া গেছে। ঠিকাদারও নিয়োগ হয়েছে। ৮-১০ দিনের মধ্যেই কাজ শুরু হবে। জানা যায়, দুই বছর আগে ১২ কোটি টাকা ব্যয়ে সড়কটির সাড়ে ১১ কিলোমিটার অংশ সংস্কার করা হয়। বাকি রয়েছে চুণ্টা ইউনিয়নের ঘাগড়াজোর থেকে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বরবাজার পর্যন্ত ৩ কিলোমিটার। এ অংশ হাওরের মধ্যে পড়েছে। প্রতি বছর ওই অংশটুকুর অবস্থা খারাপ হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার ভাঙা অংশ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
কাদাপানিতে একাকার সড়ক, জনদুর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর