বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

৪০ বছর পর নির্মাণ হচ্ছে ড্রেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মাছ বাজার ব্যবসায়ীদের ৪০ বছরের দুর্ভোগ লাঘবে অবশেষে উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এ বাজারে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য তৈরি হচ্ছে ড্রেন। ২৯০ মিটার দৈর্ঘ্যরে এ ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৭ লাখ ৩৭ হাজার ৭৯৬ টাকা। গতকাল ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র হাসান কাদির গনু। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আলমডাঙ্গা মাছ বাজারের ভিতরে কোনো ড্রেন ছিল না। ফলে এ বাজারের আঁইশযুক্ত পানির দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌর পরিষদ অবশেষে ড্রেনটি নির্মাণের উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ খবর