মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মোটরসাইকেল নিষেধাজ্ঞায় চাপ বেড়েছে শিমুলিয়া ফেরিঘাটে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞায় গতকাল সকাল থেকে সেতুর দুই প্রান্তে টোল প্লাজায় অনেকটাই যানবাহনের চাপ কমে গেছে। তবে মোটরসাইকেলের চাপ বেড়েছে শিমুলিয়া ফেরিঘাটে। এতে শৃঙ্খলা ফিরে এসেছে পদ্মা সেতুর দুই পাড়ে। এদিকে পদ্মা সেতুর ওপর গাড়ি পার্কিং করায় এক প্রাইভেট কার চালককে ১ হাজার টাকা অর্থদণ্ড দেন মুন্সীগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর। গতকাল সকালের দিকে প্রায় কয়েক শত মোটরসাইকেল সেতু দিয়ে পদ্মা পারি দিতে মাওয়া প্রান্তে এলে পুলিশ বাধা দেয়। পরে তারা শিমুলিয়া ঘাটে গিয়ে ফেরি দিয়ে পারাপার হয়। রবিবারের দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আরও জোরদার করেছে। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার ফয়সাল হোসেন বলেন, ফেরি চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। যানবাহনের ওপর নির্ভর করে ফেরি চলাচল করবে। গতকাল একটিমাত্র ফেরি কুঞ্জলতা দিয়ে ১১৯টি মোটরসাইকেল শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দি ছেড়ে গেছে।

পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, গতকাল মাওয়া টোল প্লাজা দিয়ে মোটরসাইকেলসহ প্রায় ২৬ হাজার ৫৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয় ২৪ হাজার ৭২৭টি যানবাহন। যার টোল আদায় হয় ১ কোটি ৪৪ হাজার ৪ টাকা। পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে সর্বমোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। সবমিলিয়ে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

সর্বশেষ খবর